ভর্তি প্রক্রিয়া

Image Description
সাধারণত অক্টোবর বা নভেম্বর মাসে পরবর্তী শিক্ষাবর্ষের জন্য কেজি ক্লাসের ভর্তি কার্যক্রম শুরু হয়ে থাকে। একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ২০২০-২০২১, কলেজ এডমিশন ২০২০, কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১: সরকারি-বেসরকারি কলেজে উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত নীতিমালা অনুসারে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া ৯ আগস্ট থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর (যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে তাদের ও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে) পর্যন্ত চলবে। আবেদন প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১ম পর্যায়ে নির্বাচিতদের তালিকা বা ফলাফল ২৫ আগস্ট রাত ৮ টায় প্রকাশ করা হবে। ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ক্লাশ শুরু হবে ১ জুলাই থেকে।

সাধারণত অক্টোবর বা নভেম্বর মাসে পরবর্তী শিক্ষাবর্ষের জন্য কেজি ক্লাসের ভর্তি কার্যক্রম শুরু হয়ে থাকে। অপরদিকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর সাধারণত মে বা জুন মাসে উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় এতদসংক্রান্ত বিস্তারিত জানিয়ে ভর্তির বিজ্ঞাপন প্রচার করা হয়। উভয়ই ক্লাসে ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হয়। সাধারণত কেজি এবং একাদশ ব্যতীত অন্য কোন ক্লাসে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয় না।